আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩২ নারীকে সেলাই মেশিন প্রদান করলো আঞ্জুমান মফিদুল ইসলাম

দারিদ্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণকারী ৩২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম।
সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন।

অনুষ্ঠানে আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক প্রফেসর খায়রুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, দারিদ্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আঞ্জুমান মফিদুল ইসলাম প্রদত্ত প্রশিক্ষণ ও সেলাই মেশিন আয়বর্ধনে কাজে লাগাতে হবে।

আয় বৃদ্ধি পেলে পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিত হওয়া সম্ভব।
অনুষ্ঠানে ৩২জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়।


Top