আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


২৯ চিকিৎসক করোনায় আক্রান্ত, আইসিইউতে ৩

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) জানিয়েছে, এখন পর্যন্ত ২৯ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে তিনজন আইসিইউতে আছেন।  একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ এপ্রিল)  বিডিএফের সাধারণ সম্পাদক নিরূপম দাশ এ তথ্য জানান।

তিনি বলেন, দুইজন কুয়েত মৈত্রী হাসপাতাল আইসিইউতে এবং একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে থাকা একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিরূপম দাশ জানান, গতকাল পর্যন্ত ২২ জন চিকিৎসক আক্রান্ত ছিলেন।  সকালে ৪ জনের আক্রান্তের খবর পেয়েছি।  বিকেলে আরও ৩ জন চিকিৎসকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।  মোট ২৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশ চিকিৎসকদের করোনায় আক্রান্তের হার তুলনামূলক বেশি উল্লেখ করে নিরূপম দাশ বলেন, ‘বেশ কয়েকটি কারণেই চিকিৎসকদের আক্রান্তের হার বেশি।  এর মধ্যে একটি হচ্ছে রোগীদের রোগ লুকানোর প্রবণতা।  পরীক্ষা কম হওয়ার কারণে প্রথমত বোঝা যায়নি কে করোনা আক্রান্ত।  করোনার রোগীরাও সাধারণ রোগীদের মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে ডাক্তাররা চিকিৎসা দিতে তাদের সংস্পর্শে গেছেন।  প্রথমদিকে তো তাদের পিপিই ছিল না। এসব কারণে তারাও আক্রান্ত হয়েছেন। এরপর অধিক জনসংখ্যাও একটা কারণ হতে পারে। ’

তিনি বলেন, ‘এখন পিপিই সংখ্যা বাড়ানো হলেও মনের দিক থেকে খুব একটা সুবিধার নয়। ’

তিনি মানসম্মত পিপিই সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইইডিসিআর।


Top