২৬ মার্চ প্রায়ত সাংবাদিক আসাদুল ইসলাম এর ১১ম মৃত্যু বার্ষিকী। ২০০৯ সালের এই দিনে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী চলাকালে হৃদযন্ত ক্রিয়াবন্ধ হয়ে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।
দৈনিক তথ্য ও দৈনিক খবর পত্র পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আসাদুল ইসলাম এদিনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচী চলাকালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক এসময় তার মৃত্যু ঘোষনা করে।
প্রায়ত সাংবাদিক আসাদুল ইসলামের মৃত্যু বার্ষকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত করা হবে। সকলের কাছে তার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করা হেয়েছে।
প্রায়ত সাংবাদিক আসাদুল ইসলাম বিশিষ্ট ব্যবস্থায়ী নজরুল ইসলাম ও দৈনিক জন্মভূমির জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলামের ছোট ভাই।