সরকার নির্দেশিত যাথাযথ স্বাস্থ্যবিধি মেনে তালায় তথ্য আপার ৪৭তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধলবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় তিনি বৈঠকে অংশ নেওয়া নারীদের বলেন, সমগ্র তালা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সেবাসমূহ সম্পর্কে আপনাদের অবগত করছে তথ্য আপা। আপনার এখন বাড়ি বসেই সরকারের সকল সেবার কথা জানতে পারেন। এসময় তিনি সাইবার ক্রাইম সম্পর্কে নারীদের ধারণা দেন।
এরপরে জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা তাঁর মূল্যবান বক্তব্যে বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও নারীদের উদ্যোক্তা হওয়ার কথা বলেন।
৫নং তেতুলিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে তার ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেন।
তথ্যসেবা কর্মকর্তা জনাব সাথী রানী রায় তথ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি সেবা সম্পর্কে নারীদের অবগত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা জনাব সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার।