পাইকগাছা পৌর সদরের সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুল মাঠে দিনভর প্রতিযোগিতা শেষে বিকালে স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলহাজ্ব ফাতেমা জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর।
কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান ও প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন, মাহবুবা উন্মে নূরজাহান, ঈশিতা রানী, সমীরণ ঢালী।
উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেন, রেশমা, পম্পা, শাপলা, বাবলি, শ্যাম ও রুপা। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।