আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
 


সারাদেশে এখনও সার সংকট, আমনের আবাদ নিয়ে শঙ্কা

একদিকে খরা, অন্যদিকে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ফলে আমনের আবাদে সেচ খরচ নিয়ে টালমাটাল পরিস্থিতি কৃষকের। এবার কৃষকের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে হাজির সার সংকট। বাড়তি দামেও মিলছে না ইউরিয়া আর পটাশ।

এমন পরিস্থিতে সম্প্রতি বগুড়ায় বিক্ষোভ করেন ধান চাষীরা। এতে টনক নড়ে সরকারের। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কেনো এ সংকট তার কারণ খুঁজতে কর্মকর্তাদের নির্দেশ দেয় কৃষি মন্ত্রণালয়।

তবে এমন নির্দেশের পরও কাটেনি ফাঁরা। সার নিয়ে এখনও হাহাকার চলছে দেশজুড়েই। কৃষি মন্ত্রণালয়ের কঠোর হুঁশিয়ারির পরও থামছে না সার নিয়ে কারসাজি। পরিস্থিতির উন্নতি না হলে আমনের আবাদ নিয়ে শঙ্কা কৃষকদের।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলমের দাবি, সার সংকটের বিষয়টি সত্য নয় । উল্টো পরামর্শ দিলেন সারের ব্যবহার কমানোর।

দেশে বছরে মোট সারের চাহিদা প্রায় ৬৬ লাখ টন। যার ২৬ লাখ টন ইউরিয়া, ১৭ লাখ টন ডিএপি এবং ৭ লাখ টন পটাশ।


Top