আজ || বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
 


সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় একজন শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকের ভুমিকা সবচেয়ে বেশি। অভিভাবকদের প্রতিটি কাজের চেয়ে সন্তানের প্রতি বেশি দায়ত্বপালনের অনুরোধ করে বক্তৃতা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন। তার সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলার আহবান জানিয়ে দীর্ঘ বক্তৃতা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সুমন কুমার দাশ। অভিভাবকদের মধ্যে আরও বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা যুগ্ম জজ সাজ্জাদ হোসেন ও লায়লা পারভীন সেঁজুতি। প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে আরও বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক আবুল হাসান, সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ মুস্তাফিজুর রহমান, শারমিন সুলতানা প্রমুখ। ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠেয় এই অভিভাবক সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে প্রতি শনিবার শ্রেণিভিত্তিক এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের লক্ষ্য হচ্ছে অভিভাবকদের সাথে শিক্ষকদের একটা মেলবন্ধন সৃষ্টি করা যাতে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা সহজে পায়। নিয়মিত উপস্থিত হয়। ভাল মানুষ হতে সমন্বিত উদ্যোগ নেয়া যায়।


Top