সাতক্ষীরা জেলা পুলিশ সুপার। অশান্ত রাজ পথকে শান্ত করেছেন,ন্যায় বিচার পাবার নির্ভার যোগ্য, আস্তার প্রতিক হিসাবে থানা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সততার সাথে,নিরিহ অসহায় গরীব মানুষের বিচার, অধিকার পাওয়ার কাজ করে যাচ্ছে, ও প্রত্যেক থানার অফিসার ইনচার্জ (ওসি) দের বলেদিয়েছেন ন্যায় বিচার করার, যে মানুষটি হলেন, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, সাতক্ষীরা তার নিজস্ব ব্যবস্থাপনায় জেলা পুলিশের নিরাপত্তা ডিউটির সাহায্যার্থে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব ওয়াহিদ মোর্শেদকে ০১ টি HIJET PICKUP গাড়ী হস্তান্তর করেন।