স্টাফ রিপোর্টারঃ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মাউশির নির্দেশনা মোতাবেক জাতীয় কারিকুলাম বিস্তরণ কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শনে যান জাতীয় কারিকুলামের মাস্টারট্রেইনার ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন।
তিনি ৫ জন শ্রেণি শিক্ষকের পাঠদান পরিদর্শন করেন। কারিকুলাম অনুযায়ী ক্লাস নিচ্ছেন কিনা, বিভিন্ন সূচক ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কিনা, মূল্যায়নসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে শিক্ষকদের নতুন কারিকুলামের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন। সাতক্ষীরা আহছানিয়া আদর্শ আলিম মাদ্রাসায় গিয়ে দেখতে পান অধ্যক্ষ আলতাফ হোসেন সহকর্মীদের নতুন কারিকুলাম নিয়ে নির্দেশনা দিচ্ছেন। তিনি জানান, সকল শিক্ষক আন্তরিকতার সাথে কারিকুলাম অনুযায়ী ক্লাস নিয়ে থাকেন। মূল্যায়নসহ সামগ্রিক কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে।
পরিদর্শনে যাওয়া মাস্টারট্রেইনার গাজী মোমিন উদ্দীন বলেন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ নতুন যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন। প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন মাস্টারট্রেইনার দিয়ে পরিদর্শন করিয়ে শিক্ষকদের আরও প্রশিক্ষিত করে তোলার কাজ শুরু করেছেন। এটি একটি নতুন মাইলফলক। তিনি আরও জানান, এই মাদ্রাসার শিক্ষার্থীদরা নতুন কারিকুলাম সম্পর্কে জানে ও তারাও খুশি। এমন যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কারণে তারা সরকারকে ধন্যবাদ জানায়।