আজ || শনিবার, ০৩ Jun ২০২৩
শিরোনাম :
 


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক পান ব্যবসায়ী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ঋ-শিল্পীর সামনে এই ঘটনা ঘটে।

নিহত পান ব্যবসায়ীর নাম রামকৃঞ্চ দেবনাথ। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিঞ্চুপদ দেবনাথের ছেলে।
সাতক্ষীরা সদর থানার এস আই হাসানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে রামকৃঞ্চ দেবনাথ পান কিনতে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজাওে যাচ্ছিলেন। পথিমধ্যে ঋ-শিল্পির সামনে পিছন থেকে একটি মোটরসাইকেল ওভারটেক করতে যেয়ে তাকে ধাক্কা দিয়ে দুজনেই রাস্তায় পড়ে আহত হন।

পথচারীরা তাদেরকে উদ্ধার করে সদও হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসার এক পর্যায়ে রামকৃঞ্চ দেবনাথ মারা যান।
তিনি আরো জানান, নিহতের খবরটি রামকৃঞ্চের পরিবারকে জানানো হয়েছে। তবে, এখনো কেউ না আসায় লাশ সদর হাসপাতালেই রয়েছে।

 


Top