আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


সাতক্ষীরায় শুরু হলো আম সংগ্রহ

সাতক্ষীরায় শুরু হলো আম সংগ্রহ। গোবিন্দভোগ জাতের আম মঙ্গলবার থেকে ভাঙ্গা শুরু হয়েছে। আগামী ৩১ মে শুরু হবে হিমসাগর জাতের আম সংগ্রহ।

কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ আনুষ্ঠানিকভাবে ঝাপাঘাট এলাকার একটি বাগান থেকে আম সংগ্রহ শুরু করেন।

এসময় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনার কারনে সাতক্ষীরার আম এবার ইউরোপ যাচ্ছে না। আম চাষীরা জানান, তারা প্রশিক্ষন নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে রফতানিযোগ্য আম উৎপাদন করেছেন। এবার গোবিন্দভোগ জাতের আমের ফলন খুব ভালো নয় উল্লেখ করে তারা বলেন, এ আম বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করা হবে। ঢাকার একাধিক কোম্পানী এসব আম কিনে নিচ্ছে বলে তারা জানিয়েছেন।

এদিকে জেলার অন্যসব এলাকায় গোবিন্দভোগ জাতের আম সংগ্রহ চলছে। হিমসাগর জাতের আম সংগ্রহের পর ল্যাংড়া এবং সর্বশেষ আম্রপালি জাতের আম সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


Top