আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে


সাতক্ষীরায় বিএনপির খাবার বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র অসহায় সহস্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে শহরের ইটাগাছা হাটেরমোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে উক্ত খাবার বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মোদাচ্ছেরুল হক হুদা ও পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি।

এ সময়  আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকদল সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক এড, সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বোচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিএনপি নেতারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন।


Top