আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


সাতক্ষীরায় দ্বিগুন ভাড়ায় চলছে গনপরিবহন

রিয়াদ হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন শ্রমিক নেতারা আসন প্রতি ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়ার দাবি করলেও দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

দীর্ঘ দুই মাস পর করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কের মধ্যেই সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে যান চলাচল।

সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহনগুলো চলতে শুরো করেছে। ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন যাত্রী।সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া শ্যামনগর এক্সপ্রেস পরিবহনটি ঢাকাগামী প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে বলে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন,আমার কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করে টিকিট দিছে শ্যামনগর এক্সপ্রেস।সাতক্ষীরার পাটকেলঘাটার থেকে আমি ঢাকার টিকিট কাটি।ভাড়া সাধারনত ৫০০ টাকা। কিন্তু পরিবহন কতৃপক্ষ বলছে সরকার থেকে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।তবে বলার সময় তারা ৬০ শতাংশ বললেও নেওয়ায় সময় কিম্তু দ্বিগুন ভাড়া আদায় করে ৫০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে তারা।

তবে এসব বিষয়ে জানতে মোটরশ্রমিক ইউনিয়নের এক শ্রমিক নেতার সাথে কথা বললে তিনি বলেন, কোনো যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সেই গাড়ির চালক-হেলপার ও গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top