আজ || শনিবার, ০৩ Jun ২০২৩
শিরোনাম :
 


সাতক্ষীরায় দুইশতধিক পরিবারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার পক্ষ থেকে দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকালে সংঘঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক খালিদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদত কৃষ্ণপদ, কোষাধ্যক্ষ ডা. নাজমুল, কার্যকরী সদস্য ফজলুর রহমান, আবুল খায়ের, বিধান চন্দ্র প্রমুখ।

এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ ও সাধারণ সমদ্যরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল।


Top