আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে       শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত    
 


সাতক্ষীরায় এসপি বাংলোর সামনে বাসের চাপায় মাটিকাটা শ্রমিক নিহত

সাতক্ষীরা শহরের এসপি বাংলোর সামনে দ্রুতগামী বাসের চাপায় এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত শ্রমিক জেলা সদরের পরানদহ গ্রামের দুল্লাপ রহমানের ছেলে গোলাপ রহমান (৪০)।

ওসি মোস্তাফিজুর বলেন, শ্রমিক গেলাপ শনিবার বিকেলে কাজ থেকে ফেরার সময় শহরের এসপি বাংলার সামনে খুলনা গামী বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


Top