আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


সাতক্ষীরার শ্যামনগর উপকূলে টর্নেডোর প্রচন্ড আঘাত

শেখ নাজমুল হাসান, বিশেষ প্রতিনিধি ::

আজ বেলা ১১.০০ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালিঞ্চী গোলাখালী ক্ষয়ক্ষতি এবং মধ্যপাড়া, গেট পাড়া, কলোনিপাড়া সহ কয়েকটি পাড়ায় উপর দিয়ে প্রচন্ড গতিতে টর্নেডো আঘাত হানে ।এতে উল্লেখযোগ্যসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু জানান।

তিনি আরো জানান, কিছু বুঝে ওঠার আগেই এই টর্নেডো আঘাত হানে। এ ঘটনায় ৫০ টির অধিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়, এছাড়া শতাধিক পরিবারের আধা পাকা ও কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়।

তাছাড়া কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় শিলা বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে চলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Top