আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 

করোনা প্রতিরোধে


সাতক্ষীরার কাঁচা বাজার স্থানান্তর, দুরুত্ব অবস্থান চিহ্নিত করন

সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে জনগনকে সচেতনতার লক্ষ্যে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের সর্ববহৎ কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে। একইসাথে এই বাজার নেয়া হয়েছে পি.এন হাইস্কুল মাঠে। সেখানে ক্রেতাদের ৩ ফুট দরুত্ব গোলাকার বৃত্ত চিহ্নিত করনের মধ্যে দিয়ে অস্থায়ী বাজার চালু করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল রবিবার সকালে কাঁচা বাজারের জনসমাগম এড়াতে সাতক্ষীরা পি.এন হাইস্কুল মাঠে এই কাঁচা বাজার আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করেন। এ সময় তিনি কাঁচা বাজারে মনিটরিং করেন। তার সাথে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রামন এড়াতে নিজেদের সতর্ক থাকা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। তাই করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ও সমাজিক দুরুত্ব নিশ্চিত করতে কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে।


Top