আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


সাতক্ষীরার আর্থসামাজিক উন্নয়নে কাজ করায় ঋশিল্পীর পরিচালককে সম্মাননা প্রদান

 ৪৫ বছর ধরে সাতক্ষীরাবাসীর আর্থসামাজিক উন্নয়ন কাজ করায় ঋশিল্পীর পরিচালক ভিনসেনজো ফালকোনো ও রেক্টর লাওরা সেলানোকে সম্মাননা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক এনজিও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাদের এই সম্মাননা দেন। এ সময় ক্রেস্ট ও ফুল দিয়ে তাদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরাবাসীর পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করে বলেন, বিদেশ বিভূঁইয়ে থেকে তারা দুইজন ৪৫ বছর ধরে সাতক্ষীরার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করেছেন। এখনও করছেন। এটা সাতক্ষীরাবাসী সবসময় স্মরণ করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান উপস্থিত ছিলেন।


Top