স্টাফ রিপোর্টারঃ মহা বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- এই বাণী উচ্চারণের মধ্য দিয়ে ২৭ আগস্ট সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার স্বরলিপি একাডেমি আয়োজিত কাজী নজরুল ইসলাম এর ৪৭তম মৃত্যুবার্ষিক পালিত হয়েছে।
নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় নিজেকে ধারণ করার আহবান রেখে প্রধান অতিথির আলোচনায় সবাইকে মুগ্ধবন্দী করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতায় কাজী নজরুলের বিদ্রোহ ও প্রতিবাদ নিয়ে মুগ্ধতা ছড়ান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, নজরুলের দর্শন নিয়ে অত্যন্ত চমৎকার বক্তব্য রাখেন অধ্যাপক ইদ্রিস আলি, নজরুল হয়ে ওঠার অজানা গল্প দিয়ে সবাইকে ভুলিয়ে রাখেন কবি সৌহার্দ্য সিরাজ, নজরুল সঙ্গীতের সাতক্ষীরার ইতিহাস নিয়ে তথ্য সমৃদ্ধ বিক্তব্য রাখেন কবি সহিদুর রহমান।
স্বরলিপি একাডেমির অধ্যক্ষ শহিদুল ইসলামের উপস্থাপনায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ মোসফিকুর রহমান মিল্টন কাজীদার জীবন ইতিহাস তুলে ধরেন।
নজরুলের চেতনায় সবাইকে অনুপ্রাণিত হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে আয়োজন কর্মসূচি শেষ হয়।