আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


সস্ত্রাসীদের হামলায় দোষীদের গ্রেফতারের দাবীতে কলারোয়ায় মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় সস্ত্রাসী সবুজ ও জুলফিকার গংদের হাতে ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুরারীকাটি গ্রামে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানবন্ধন বক্তেব্য রাখেন, কলারোয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার ইমাদুল হক, যুবলীগ নেতা মোস্তাক খাঁ, সামছুর মোল্যা, ফরিদা বেগম, মুনসুর মোল্যা, গফুর মোল্যা, ফিরোজা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে মুরারী কাটি গ্রামের চিহ্নিত সস্ত্রাসী সবুজ, জুলফিকার ও চঞ্চল শাহাজির নেতৃত্ব ১২/১৩ জন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে গত ৪ মার্চ বিকালে একই গ্রামের মেহেদি হাসান সাগর, আব্দুল গফুর, সোহাগসহ ৪ জনকে গুরুতর আহত কর। এর মধ্যে মেহেদি হাসান সাগরকে আশংকা জনক অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বক্তারা এ সময় উক্ত চিহ্নিত সস্ত্রাসীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানান। মনববন্ধনে স্হানীয় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।


Top