আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


সস্ত্রাসীদের হামলায় দোষীদের গ্রেফতারের দাবীতে কলারোয়ায় মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় সস্ত্রাসী সবুজ ও জুলফিকার গংদের হাতে ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুরারীকাটি গ্রামে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানবন্ধন বক্তেব্য রাখেন, কলারোয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার ইমাদুল হক, যুবলীগ নেতা মোস্তাক খাঁ, সামছুর মোল্যা, ফরিদা বেগম, মুনসুর মোল্যা, গফুর মোল্যা, ফিরোজা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে মুরারী কাটি গ্রামের চিহ্নিত সস্ত্রাসী সবুজ, জুলফিকার ও চঞ্চল শাহাজির নেতৃত্ব ১২/১৩ জন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে গত ৪ মার্চ বিকালে একই গ্রামের মেহেদি হাসান সাগর, আব্দুল গফুর, সোহাগসহ ৪ জনকে গুরুতর আহত কর। এর মধ্যে মেহেদি হাসান সাগরকে আশংকা জনক অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বক্তারা এ সময় উক্ত চিহ্নিত সস্ত্রাসীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানান। মনববন্ধনে স্হানীয় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।


Top