আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


সন্তানকে অস্বীকার, প্রতারক স্বামী আটক : পাইকগাছা থানায় মামলা

পাইকগাছায় প্রতারণার মাধ্যমে বিয়ে করে সন্তানের পিতা হয়ে সন্তানকে অস্বীকার করায় প্রতারক লম্পটের বিরুদ্ধে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ প্রতারক লম্পটকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
মামলা ও পুলিশের বিবরণে জানা যায়, পাইকগাছা পৌরসভার শেখ তৌহিদুল ইসলাম পাটকেলঘাটার নাসিমার সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তৌহিদ পাইকগাছা পৌরসভার শেখ আনোয়ার হোসেনের ছেলে। নাসিমা পাটকেলঘাটার মানিকহার গ্রামের মোস্তফা সরদারের মেয়ে। প্রেমের এক পর্যায়ে কাউকে না জানিয়ে তারা ৫ জুলাই জনৈক এক হুজুরের মাধ্যমে কলেমা পড়ে বিয়ে করে। কয়েক মাস ঘর-সংসার করার পর নাসিমা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। এ সময় সে কাবিনের চাপ দেয়। তৌহিদ বিয়ের সম্পর্ক অস্বীকার করে ২৫ ডিসেম্বর ২০১৯ তাকে বাড়ি থেকে বের করে দেয়। নাসিমা পিতার বাড়ীতে চলে যায় এবং ২৩ মার্চ ২০২০ তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তানের কথা বলে স্বামী তৌহিদকে তার বাড়িতে যাওয়ার জন্য বার বার অনুরোধ জানালে সে সন্তান ও বিয়ের কথা অস্বীকার করে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার পাইকগাছা থানায় নাসিমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ তৌহিদকে আটক করে। ওসি এজাজ শফী জানান, বিয়ে ও সন্তান নিয়ে করা মামলায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু ও তৌহিদের ডিএনএ টেস্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে।


Top