শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর সদরে স্থাপিত একে ফজলুল হক এমসিএ কলেজ স্থাপন এবং সরকার কর্তৃক পাঠদানের অনুমোদন পাওয়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় কলেজ চত্বরে সুধী সমাবেশে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুফতি মোহাম্মদ আব্দুল খালেক। শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. জগলুল হায়দার।
এ সময় প্রধান অতিথি এস. এম. জগলুল হায়দার বক্তব্যে বলেন, বর্তমান সরকার গণমাধ্যম শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রতি অনুরাগী সরকার। তিনি বলেন, আমি ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার পরে নির্বাচনী এলাকায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। আমরা চলে যাব কিন্তু আমাদের রেখে যাওয়া স্মৃতি এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়ে যাবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কে. এম. রব্বানী কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
প্রধান আলোচন ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে.এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা
( ইউএনও) মোঃ আক্তার হোসেন, এএসপি কালিগঞ্জ সার্কেল মোহাম্মদ আমিনুর রহমান, কালিগঞ্জ রোকেয়া মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একে.এম. জাফরুল আলম (বাবু), বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা স.ম ওসমান গনি, নওয়াবেকি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।