আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  নিঃশব্দ হাহাকার।। গাজী মোমিন উদ্দীন।।       তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন    
 


শতাধিক পরিবারে কালিগঞ্জ থানা পুলিশের বিনামূল্যে শাক সবজি বিতরণ

মো:আজিজুল ইসলাম(ইমরান)।।
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে দুস্থ , অসহায়, কর্মহীন শতাধিক পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক চত্বরে এ সবজি বিতরণ করা হয়।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামির উপস্থিত থেকে মানুষের মাঝে শাক সবজি বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, সাংবাদিক, হাফিজুর রহমান, ইসারাত আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি বলেন, ‘জেলা পুলিশ সুপারের অনুপ্রেরণায় কালিগঞ্জ সার্কেল হিসেবে আমি খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি।
কৃষকের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি আমরা কর্মহীন পরিবারের মাঝে দিয়ে যাচ্ছি । এতে করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে পেতে পারেন ।
তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
তিনি আরও বলেন, আজ আমরা শতাধিক পরিবারকে সহযোগিতা করেছি। করোনা প্রাদুর্ভাব যতদিন থাকবে আমাদের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
১৩/৫/২০


Top