আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুর ইসলাম এর কঠোর উদ্যোগে চলছে করোনা সচেতনতা

যশোরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুর ইসলাম এর কঠোর উদ্যোগে চলছে করোনা সচেতনতা। রাজগঞ্জের বিভিন্ন বাজারে পরিদর্শন করে সাধারণ মানুষ যাহাতে একসাথে একত্রিত না হয় রেস্তোরা, চায়ের দোকান, শপিং মল, কাচাঁবাজার, দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার জন্য মাইকিং করেন।


এসময় তিনি সকলকে দেশের প্রচলিত আইন মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি সচেতনতা মুলক লিফলেট ও গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যের প্রতিও এই সচেতনতা প্রচার করার আহবান জানান ইন্সপেক্টর তারিকুর ইসলাম। খবর নিয়ে জানাযায়, সকলকেই তিনি বলে রেখেছেন বিনয়ের সহিত সাবধানতা অবলম্বন করার কথাটি সকলকে বলার জন্য। সকল ব্যক্তিদেরও অনুরোধ করেন এই করোনা নিয়ে সচেতনতা মুলক প্রচারনা চালানোর জন্য।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুর ইসলাম এর এমন উদ্যোগ শুধু রাজগঞ্জ বাসী নয় দেশ বাসিকে সচেতন করছে বলেও মনে করেন সুশিল সমাজের অনেকেই।


Top