আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে       শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত    
 


রাজগঞ্জে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু

যশোরের রাজগঞ্জ এলাকায় মানষিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে মারা গেছে পঙ্গু পিতা ছায়েল উদ্দিন (৫৫)।
এঘটনায় পুলিশ নিহতের দুই ছেলেকে আটক করেছে।

বুধবার (২৭ মে) বিকালে মণিরামপুরের রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট এলাকার আটঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছায়েল উদ্দিন নেংগুড়াহাট এলাকার আটঘরা গ্রামের মৃত ছাম দাড়িয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত পঙ্গু হয়ে নিজবাড়ীতেই পরিবারের সাথেই থাকতেন।

স্থানীয় লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ প্রতিনিধিকে জানান, মানুষিক ভারসাম্যহীন ছেলে ইদ্রিস আলীকে সব সময় বেঁধে রাখা হতো। ঈদ উপলক্ষ্যে বাধন খুলে দিলে এদিন হঠাৎ তার পিতার মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

এসময় নিহতের বড় ছেলে কুদ্দুস আলী (৩০) ও হত্যাকারি ছেলে মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীকে (২৬) আটক করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Top