আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নে দরিদ্রদের মাঝে দশটাকা কেজি চাল বিক্রির উদ্বোধন

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” দরিদ্রদের জন্য স্বল্পমূলে খাদ্য বিতরণ কর্মসূচীর আওতায় দশটাকা কেজি চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের রাজগঞ্জ বাজারে এই কর্মসূচীর উদ্বোধন করেন চালুয়াহাটী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মারুফুল হক।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জি.এম মশিউর রহমান, সাংবাদিক উত্তম চক্রবর্তী, ডিলার নিজাম উদ্দীন গাজী, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম কাফি, নাইম হোসেন, ইমরান হোসেন, রিদায় হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চালুয়াহাটী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মারুফুল হক বলেন, মানবতার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সব সময় গরীব দু:খীদের পাশে আছেন। আর সেজন্যই দেশের প্রতিটি ইউনিয়নে অসহায়, গরীবদের মাঝে এই স্বল্পমূলে চাল বিতরন করেন সরকার। রাজগঞ্জ বাজারের ডিলার নিজাম উদ্দীম গাজীর মাধ্যমে চালুয়াহাটী ইউনিয়নের অত্র এলাকার মোট ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কার্ডধারী দশটাকা কেজি হিসেবে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।


Top