আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


রতনপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীতে জনজীবন বিপর্যস্ত। ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে সরকারি নির্দেশনা মেনে অধিকাংশ মানুষ ঘরের মধ্যে নিরাপদে অবস্থান করছেন। কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

এসব অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন। তিনি নিজস্ব অর্থায়নে কর্মহীন দুস্থ মানুষের বাড়ি বাড়ি যেয়ে পৌছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শনিবার সকাল থেকে তিনি প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণের সমন্বয়ে খাদ্যদ্রব্যের একটি করে প্যাকেজ পৌছে দেন।

ইতোমধ্যে ৪ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন বলেন, সাধারণ মানুষের জন্য এধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণে সহায়তা করেন।


Top