আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচনের নৌকা প্রতীকের পথ সভা ও গণসংযোগ

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের নৌকা প্রতীকের পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার গৌরীঘোনা, ভরতভায়না, মাগুরখালী, বর্ষাখোড়ার মোড়ে পথ সভা ও গণসংযোগ কালে তার সঙ্গে ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্জ্ব হাসান সাদেক, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, মমতাজ বেগম, ছাত্রলীগের আহবায়ক আজাহারুল ইসলাম মানিক প্রমুখ। এ সময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Top