আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পাওয়া প্রভাষক প্রণব ঘোষ বাবলুর অভিনন্দন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো.মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা প্রেসক্লাবের সভাপতি, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

মো.মোস্তাফিজুর রহমান ২০০৫ সালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি বর্তমান জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে যোগদান করেন। আগামী ৩১ মার্চ তিনি অবসরে যাবেন। এরপর তার স্থলে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান যোগদান করবেন।


Top