আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 

তালা প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতাদের


মিথ্যা তথ্যাদাতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

মিথ্যা তথ্যাদাতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তালা প্রেসক্লাবে সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের ৩ নং (জেয়ালা নলতা) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী গাজী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল তালা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের হেনস্তা করতে ষড়যন্ত্রে নেমেছে। মহলটি উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে চাল সরানোর ভুল তথ্য দিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজন নেতা-কর্মীকে ফাঁদে ফেলে ফাঁসানোর চেষ্টা করে। এরই অংশ হিসেবে গত শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর তালা সদর ইউনিয়নের ত্রাণের চাল রক্ষিত আছে এমন অভিযোগের প্রেক্ষিতে তালা থানা পুলিশ ৩নং ওয়ার্ড জেয়ালা নলতা গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম নিকারীসহ একই এলাকার যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, মোঃ রুহুল আমীন ও আসাদুল ইসলাম নিকারীর বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু সেখানে কোন কিছু না পেয়ে পুলিশ সদস্যরা ফিরে আসেন। এ ঘটনায় প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে যেমন হয়রানী ও বিভ্রান্তি করা হয়েছে, তেমনি দলীয় ঐ সকল নেতা-কর্মীদের পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উক্ত মহলটি সরকারের ভাবমূর্তি ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্থ করতে উক্ত মহলটি মরিয়া হয়ে উঠেছে। গত ইউপি নির্বাচনে পরাজিত একটি গ্রুপ দীর্ঘদিন ধরে তালা সদরের চেয়ারম্যান ও আওয়ামী লীগ-যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। বর্তমানে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন স্থানে চাল রেখে চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীদৈর ফাঁসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। উক্ত ঘটনাও ষড়যন্ত্রেরই অংশ বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপরোক্ত বিষয় সমূহ তদন্ত পূর্বক উক্ত মিথ্যা তথ্যাদাতাসহ ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদেরকে আটক পূর্বক আইনের আওতায় আনার জন্য জোরালো দাবী জানানো হয় প্রশাসনের কাছে। তালা সদর ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
##


Top