স্টাফ রিপোর্টারঃ ২৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই জন সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুর রউফ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন সাতক্ষীরা দারুল হাদিস আহমেদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা, কুখরালি আহমাদীয়া দাখিল মাদ্রাসা ও আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন। মুলত জাতীয় কারিকুলাম অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান, মূল্যায়ন হচ্ছে কিনা এসব দেখাই এই পরিদর্শন টিমের কাজ। সরাসরি কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে তারা পরিদর্শনে গিয়ে শিক্ষকদের কোন ঘাটতি থাকলে সেগুলো বুঝিয়ে দেয়া ও প্রয়োজনীয় ইনহাউজ প্রশিক্ষন দেয়াসহ নানাবিধ কাজ করার নির্দেশনা আছে।
কুখরালি মাদ্রাসার শিক্ষক মোঃ মহিউদ্দীন বলেন, সরকারের যুগান্তকারী এই পদক্ষেপে আমরা খুশি। এতে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সহজ হবে। সালাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সোহেল বিন আকবর বলেন, এটি একটি ভাল পদক্ষেপ। শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষন দিতে পারলে আরও ভাল হবে। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দিপালী রাণী মল্লিক বলেন, আমাদের সময়ে এই কারিকুলাম ছিল না, আমার ছেলে বুয়েটে পড়ে তার সময়েও ছিল না। এখন শুরু হয়েছে। আমি এত খুশি হয়েছি সেটা বলার নয়।।প্রধান শিক্ষক হারান চন্দ্র বলেন, সরকারের এই সিদ্ধান্ত আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সুচারুভাবে কারিকুলাম বাস্তবায়নের চেষ্টা করছি।
আমাদের স্কুল পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত দুজন মাস্টারট্রেইনার গাজী মোমিন উদ্দীন ও আব্দুর রউফ স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের ঘাটতিগুলো ধরে ধরে ঠিক করে দিয়েছেন। আগামীতে তাদের নিয়ে একটা ইনহাউজ প্রশিক্ষণের আয়োজন করব।।আমরা চাই সকল ক্লাসে এটি বাস্তবায়িত হোক।