আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


মণিরামপুরে ৫শ’ ৫৫ বস্তা কাবিখার চালসহ আটক-১, ধরাছোঁয়ার বাইরে মুল হোতা

মণিরামপুরে ৫শ’ ৫৫ বস্তা কাবিখার চালসহ একজনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী ঘটনাস্থলে হাজির হয়ে চাল উদ্ধারে অংশ নেয়।
শনিবার বিকালে মণিরামপুর উপজেলার বাধাঁঘাটা এই চাল উদ্ধার করা হয়।
এলাকাবাসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সার্বিক মো. রফিকুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে পৌর শহরের বিজয়রামপুর বাধাঁঘাটা এলাকার ভাই ভাই রাইচ মিলে অভিযান চালায়। সেখানে থাকা ৫শ’ ৫৫ বস্তা সরকারি কাবিখা প্রকল্পের চাল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে আটক করে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে হাজির হন।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানা গেছে।
এলাকাবাসি আরো জানিয়েছেন, স্থানীয় এক জনপ্রতিনিধির কাবিখা ও টিআর চাল, গম ক্রয়-বিক্রয়ের সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে। মামুন ওই সিন্ডিকেট থেকেই চালগুলো কিনেছে। ওই সিন্ডেকেট পরিচালনাকারি ও তাদের মুলহোতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Top