আজ || বুধবার, ২৯ মার্চ ২০২৩
শিরোনাম :
 


ভক্ত বটে //গাজী মোমিন উদ্দীন\\

ভক্ত বটে
গাজী মোমিন উদ্দীন

আমি কে সেটা বড় নয়
আমার আছে ওমুক,
তার জন্য বুক ফুলিয়ে চলি
যত্রতত্র বলি আছে তমুক।

হয়ে যায় আমার কাজ
সহজ পথে চলি,
তার কথা বলি তাই
বুক ফুলিয়ে চলি।

যোগ্যতা আমার নেই কিছু
সেই আমার সব সম্বল,
সেই দেয় কাজ আমার
গরমে গামছা শীতে কম্বল।

সে আছে বলেই আমি আছি
আমি একা অস্তিত্বহীন,
আমি কেবল তার মাঝে
হয়ে গেছি বিলীন।

তার জীবন সে তো কেবল
আমার জীবন বটে,
তার জন্য করি সবকিছু
যা ঘটে আমার ঘটে।

সে যদি বলে আজ রবিবার
অথচ তা নয় রবিবার,
তবুও আমি বলে যাই বার বার
আসলে আজ রবিবার।।

আমি যে তার মাইক্রোফোন
নিজের কথা নেই,
সেই আমার সংসার চালায়
খবর নেয় সেই।

সহজ কথায় সেই আমার গুরু
সেই আমার অস্তিত্ব,
আমি যে তার সব সময়ের
অতি পুরাতন ভৃত্য।

আমি যে চলি তার নিঃশ্বাসে
দেহে বয় তার রক্ত,
আমি যে তার ভাল কাজের
খারাপ কাজেরও ভক্ত।

সেই আমার বর্তমান ও ভবিষ্যৎ
সেই ছিল আমার পিছন,
যতদিন আছি দুনিয়ায় আমি
সেই আমার সৌভাগ্যের কারণ।


Top