আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


বিপন্ন মানুষের পাশে জামালপুরের ‘বিদ্যানদী পরিবার’

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে যেসব নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জামালপুরের ‘বিদ্যানদী পরিবার’ ।
গত মঙ্গলবার (১৯মে) দুপুরে শহরের (বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল) স্টার কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র কর্মহীন ২শ’ ৫০ পরিবারের হাতে  চাল,ডাল,সেমাই, তেল, চিনি,গুড়াদুধ,আলু , পেয়াজ , ঈদ উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
জামালপুর বিদ্যানদী পরিবারের সভাপতি শিহাবুর রহমান সাদে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ চৌধুরী হিমেলে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জমনোয়ারা হেনা, জামালপুর চেনা মুখের আহবায়ক ডাঃ মাহমুদুল হক লাভলু ও সদস্য প্রভাষক মোঃ মাজিজুল ইসলাম (বাচ্চু) প্রমূখ।
এসময় বক্ত্যরা সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।


Top