আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  নিঃশব্দ হাহাকার।। গাজী মোমিন উদ্দীন।।       তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন    
 


বিপন্ন মানুষের পাশে জামালপুরের ‘বিদ্যানদী পরিবার’

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে যেসব নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জামালপুরের ‘বিদ্যানদী পরিবার’ ।
গত মঙ্গলবার (১৯মে) দুপুরে শহরের (বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল) স্টার কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র কর্মহীন ২শ’ ৫০ পরিবারের হাতে  চাল,ডাল,সেমাই, তেল, চিনি,গুড়াদুধ,আলু , পেয়াজ , ঈদ উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
জামালপুর বিদ্যানদী পরিবারের সভাপতি শিহাবুর রহমান সাদে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ চৌধুরী হিমেলে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জমনোয়ারা হেনা, জামালপুর চেনা মুখের আহবায়ক ডাঃ মাহমুদুল হক লাভলু ও সদস্য প্রভাষক মোঃ মাজিজুল ইসলাম (বাচ্চু) প্রমূখ।
এসময় বক্ত্যরা সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।


Top