শেখ ইন্তাজুর রহমান মুকুল,শার্শা।।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জোহরা মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী চিকিৎসক দম্পত্তি ডাঃ হাবিবুর রহমান হাবিব ও ডাঃ নাজমুন নাহার রানীর উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার দুপুরে সাতমাইল বটতলা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ টি অসহায়, দুঃস্থ, কর্মহীন পরিবারের মাঝে পরিবার প্রতি ৫কেজি চাল,২কেজি আলু,১কেজি গরুর গোস্ত বিতরণ করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।তাছাড়া আরো আড়াই মন গরুর গোস্ত মধ্যবিত্ত শ্রেণির মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এসময় ডাঃ হাবিবুর রহমান হাবিব ও তার মা আলহাজ্ব জোহরা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।