আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে       শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত    
 


বাঁকায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্নউপকরণ বিতরণ ওভাইরাস সংক্রমন রোধে ছিটানো হয়েছেজীবানুনাশক স্প্রে

খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারে করোনা ভাইরাসপ্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একইসাথে করোনা ভাইরাসের সংক্রমন রোধে বাজারের প্রতিটিসড়ক ও অলিগলিতে ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে।মরণ ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায়খুলনার বাঁকা বাজার স্যাটালাইট ক্যাবল অপরেটর জবাভিশনের পক্ষ থেকে শনিবার সকালে এ সচেতনা কার্যক্রমউদ্বোধন করা হয়। এসময় ক্যাবল অপরেটর শাহীন গাজীবাঁকা বাজার চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের মাঝে মাক্স,সাবান, হ্যান্ড ওয়াস বিতরণ করেন। পরে বাঁকা স্বাস্থ্যকমপ্লেক্সের আঙ্গিনায়, বাজারের প্রতিটি সড়ক ও অলিগলিতেজীবানুনাশক স্প্রে করেন স্বেচ্ছা সেবকদল। এসময় বিশিষ্টব্যবসায়ী খোরশেদ আলম, মুনজুর গাজী, কাজল গাজী,মফিজুল গাজী, রবিউল ইসলাম, আছাদুল ইসলাম, অহিদুলইসলাম, মুনরুল ইসলাম ঢালী, হফিজুল ইসলাম প্রমুখউপস্থিত ছিলেন। সাধারণ মানুষকে করোনা ভাইরাসসম্পর্কে সচেতন, প্রতিরোধের উপকরণ বিতরণ ও বাজারেজীবানুনাশক স্প্রে করায় জবা ভিশনকে আন্তরিক ধন্যবাদজানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


Top