আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


ফেসবুকে খবর পেয়ে রাতেই খাদ্য-সামগ্রী নিয়ে হাজির পাইকগাছার ইউএনও ও এসিল্যান্ড

করোনার কারণে ফেসবুকে দুর্ভোগের কথা শুনে অসুস্থ ও কাজ করতে অক্ষম বৃদ্ধ স্বামী ও কর্মহীন দুঃস্থ ও অসহায় গৃহবধূর বাড়িতে রাতের আঁধারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন মানবিক উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

অসহায় দম্পতির বাড়ি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটী গ্রামে। বৃদ্ধের বয়স ৯৩ বছর। হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি গত কয়েক বছর বাঁকপ্রতিবন্ধী হয়ে শয্যাশায়ী রয়েছেন। অপরদিকে স্ত্রী দিনমজুরের কাজ করে কোন রকমে সংসার চালিয়ে আসছিল। সম্প্রতি করোনা মহামারীর কারণে অঘোষিত লকডাউনে সকল কাজকর্ম স্থবির হয়ে পড়ায় কর্মহীন হয়ে অসুস্থ বৃদ্ধ স্বামীকে নিয়ে গত বেশ কিছু দিন চরম দুর্ভোগে রয়েছেন জনৈক গৃহবধূ।

এপর্যন্ত তারা কোথাও থেকে কোন ত্রাণ পাইনি তাদের এই দুর্ভোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা ইউএনও জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। কর্মকর্তাদ্বয় শনিবার রাতের আধারে চাল, ডাল, তেল, আলু, সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের বাড়িতে যান।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক খোঁজ খবর নেন ইউএনও জুলিয়া সুকায়না। একই সাথে তিনি বলেন করোনার কারণে নিম্ন মধ্যবিত্ত এমন অনেক পরিবার রয়েছেন যারা এখনও কোথাও থেকে ত্রাণ পাইনি আবার আত্মসম্মানের কথা চিন্তা করে চাইতেও পারছেন না, তাদের কে তিনি যেকোনো মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার কথা বলেন।


Top