সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমের উদ্যোগে ইউনায়নের শিমুলবাড়িয়া, এল্লারচর, বালিথাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণস্থানে এ জীবানু নাশক স্প্রে করা হয়।
এলাকার মানুষের সচেতন করাসহ জীবাণুনাশক স্প্রে করছেন শেখ ইয়াছিন, সাব্বির, সুমন, রাজ, রোহিত, ইকবাল, শরীফ, আলামিন, নজীবুল্লাহ, শেখ শরীফ, শরীফ গাজী, সাগর, হৃদয় প্রমূখ।
এ সময় শেখ মনিরুল হোসেন মাসুম জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মাঝে নগদ অর্থ সহ এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।