আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


প্রেমিকের সঙ্গে দুবাইয়ে সাই পল্লবী!

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাভ স্টোরি’। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নাগা চৈতন্য। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন শেখর কামুলা।

ভারতের হায়দরাবাদে সিনেমাটির শুটিং হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির একটি গানের প্রমো মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শক-শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে সাই পল্লবীর প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন নাগা চৈতন্য। পরের লটের শুটিংয়ের জন্য নাগা-সাইসহ সিনেমাটির টিম দুবাই গিয়েছেন। গতকাল থেকে সেখানে সাই পল্লবী ও নাগা চৈতন্যর গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং শুরু হয়েছে।

সিনেমার গল্পে তেলেঙ্গনার নিম্ন বর্ণের এক যুবকের চরিত্রে অভিনয় করছেন নাগা চৈতন্য। আর বিত্তশালী পরিবারের এক মেয়ের চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও এতে অভিনয় করছেন—রাও রমেশ, পোশানি কৃষ্ণ মুরালি প্রমুখ। এশিয়ান সিনেমাস প্রযোজিত এ সিনেমা আগামী এপ্রিলে মুক্তির কথা রয়েছে।


Top