আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 

 ভিডিও কলে দেখানোর চেষ্টা


প্রেমিকার উপর অভিমান করে  কলেজ ছাত্রের আত্মহত্যা

 

যশোরের মণিরামপুরের রাজগঞ্জে প্রেমিকার উপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র। সোমবার মধ্যরাতে উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর ইউনিয়নের রামপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বোরহান উদ্দিন (১৭) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, মশ্বিমনগর গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল বোরহানের। বিষয়টি দুই পরিবারের সবাই জানত। কয়েকদিন ধরে সেই সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে সোমবার রাত ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বোরহান তার প্রেমিকাকে মোবাইলে ভিডিও কল দেয়। মেয়েটি তার সাথে কথা বলতে না চাওয়ায় মোবাইল ঘরের জানালায় রেখে গলায় গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করার দৃশ্যটি প্রেমিকাকে দেখানোর চেষ্টা করে সে।
মেয়েটি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে বোরহানের মাকে ফোনে বিষয়টি জানায়। বোরহানের মা ওরাতে মেয়ের বাড়িতে ছিলেন। তিনি খবর পেয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানান। ততক্ষণে মৃত্যু হয় বোরহানের।
রাজাগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফতেউর বলেন, মশ্মিমনগর এলাকার একটি মেয়ের সাথে বোরহানের সম্পর্ক ছিল। পরিবার থেকে বিষয়টি মেনে না নেওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

বৃদ্ধার আত্মহত্যা :

এদিকে মণিরামপুরে পারুল বালা রায় (৬৫) নামে এক বৃদ্ধা কেরোসিন পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আম্রুঝুটা গ্রামে ভাই মন্টু লাল রায়ের বাড়িতে এঘটনা ঘটে। স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিনি ভাইয়ের আশ্রয়ে থাকতেন। শারীরিক অসুস্থতা সইতে না পেরে পারুল বালা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছেন।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার রহমান বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Top