আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


পাটকেলঘাটা সোনামণি কেজি স্কুল পিএসসি বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান

পিএসসি বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান

পাটকেলঘাটা সোনামনি কেজি স্কুল পিএসসি পরীক্ষীয় শতভাগ উর্ত্তীন হওয়ার পরে তালা উপজেলা বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে।
জানা যায়, ২০১৯ সালে পাটকেলঘাটা সোনামণি কেজি স্কুল থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে এ+ ৭ শিক্ষার্থী ও ৭ শিক্ষার্থী এ গ্রেডে পাস করে।

তার মধ্যে থেকে পিএসসিতে বাইগুনি গ্রামের প্রদ্যুৎ ঘোষের পুত্র দ্বিপ্রমান ঘোষ, পারকুমিরা গ্রামের শেখ কালামের কন্যা লামিয়া তাবাচ্ছুম, নাজমুল আলির ছেলে শাহরিয়ার তানভির ট্যালেন্টপুলে ও পাটকেলঘাটা গ্রামের আঃ গফুরের ছেলে মোমেন শারিয়ার, সহিদুল ইসলামের ছেলে তানভীর ইসলাম সহ ৫ জন সাধারন বৃত্তি লাভ করেছে।

তালা উপজেলার মধ্যে পাটকেলঘাটা সোনামণি কেজি স্কুল শীর্ষ স্থানে গৌরব অর্জন করেছে।


Top