আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


পাটকেলঘাটা ফুটবল ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পাটকেলঘাটা ফুটবল ময়দানে বিভিন্ন শ্রমিক সংগঠন ও তাওহীদ জনতার উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। তাফসিরুল কুরআন মাহফিলে পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদরাসা মুহতামিম মাও: মনিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ১ আসনের গনমানুষের প্রিয় নেতা তালা উপজেলা আওয়াীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফসিরুল কুরআন মাহফিলের বাস্তবায়ন কমিটি’র সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষক আব্দুর রব পলাশ,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিযার রহমান,তালা উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি’র সদস্য মাহফুুজুর রহমান মধু,তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন,পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের সাধারন সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক রিপন হোসাইন ও ছাত্রলীগ নেতা ফিরোজ খান । এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় মুফাসসির পরিষদের ক্দ্রেীয় কমিটি সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক হযরত মাওলানা রুহুল আমীন,ঢাকা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুফাসসির পরিষদের ক্দ্রেীয় কমিটি সভাপতি হযরত মাওলানা অধ্যাপক মুনীরুল ইসলাম বেলালী, প্রবীন আলেমেদ্বীন ও মুবাল্লিগ মাওলানা মো: মূসা,পাটকেলঘাটা আল-আমিন মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ড.মাওলানা রুহুল আমীন প্রমুখ। উক্ত মাহফিলে সরুলিয়া ই্উনিয়ন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সন্মননা স্বারক প্রদান করা হয়।

##

পাটকেলঘাটা বড়বিলা সপ্রবি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পাটকেলঘাটা বড়বিলা ফুরখানিয়া মাদরাসার আয়োজনে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে তাফসিরুল কুরআন মাহফিল রবিবার অনুষ্ঠিত হয়েছে। তাফসিরুল কুরআন মাহফিলে তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার শেখ আব্দুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ১ আসনের গনমানুষের প্রিয় নেতা তালা উপজেলা আওয়াীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষক আব্দুর রব পলাশ,তালা উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি’র সদস্য মাহফুুজুর রহমান মধু,তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন,সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক রিপন হোসাইন ও ছাত্রলীগ নেতা ফিরোজ খান । এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন ফারকী পরিচালক, সুন্নিয়া গাউছিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা-ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত কারী মাওলানা মারুফ বিল্লাহ,মুহতামিম খিতমাতুল কওমিয়া মাদরাসা ,ঝিনাদহ। তৃতীয় বক্তা হযরত মাওলানা ওলিউল রহমান,নবমুসলিম সাতক্ষীরা। ,


Top