আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


পাটকেলঘাটায় মা ও শিশু কন্যা করোনা পজেটিভ শনাক্ত: ১০টি বাড়ী লকডাউন

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় আরো দুই জন করোনাভাইরাস(কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা পজেটিভ দুই জন হলেন, থানার বড়কাশীপুর গ্রামের পলাশ কুমার বিশ্বাসের স্ত্রীর বিশ্বাস(২৮) ও তারই শিশু কন্যা অহনা
বিশ্বাস (৫)।

থানা সূত্রে জানা যায়, গত ১১ জুন সামান্য জ্বর, সর্দি, কাশি নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় পারকুমিরা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা প্রদান করেন এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।রবিবার(১৪ জুন) নমুনা ফলাফলে

করোনা পজেটিভ আসাতে করোনা প্রতিরোধকল্পে এবংএলাকাাসীর সর্বোত্তম স্বার্থে তাহার বাড়ী সহ আশপাশের ৮-১০টি বাড়ী
পাটকেলঘাটা থানার কুইক রেসপন্স টিম লকডাউন করে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান।তিনি আরো জানান, পলাশ কুমার বিশ্বাস একজন  ইঞ্জিনিয়ার এবং তিনি ঢাকার মহাখালীতে বাংলালিংক অফিসে চাকুরি করেন। তিনি তাহার স্ত্রী রমা বিশ্বাস ওমেয়ে অহনা বিশ্বাসকে নিয়ে গত ৮জুন বড়কাশীপুর বাড়িতে আসে।


Top