আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


পাটকেলঘাটায় চাঁ বিক্রেতা  শিশুর সহযোগিতা হাত বাড়ালেন  এম. পি মুস্তফা লুৎফুল্লাহ। 

শেখ রায়হান হোসেনঃ
পাটকেলঘাটায় প্রথম শ্রেণীর ছাত্র চাঁ বিক্রেতা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর শিশুটির ভাঙ্গের চাকা ঘুরতে শুরু করেছে। ইতিমধ্যে তার সহযোগিতায় হাত বড়িয়েছেন বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক  সংগঠন। সংবাদটি দেখে বসে থাকতে পারেনি সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য এডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
তিনি “অনিকদের জন্য উদ্যোগ” সংগঠনের পক্ষথেকে  ঐ শিশুটি ও তার মাকে পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নিয়ে  আর্থিক সহায়তা প্রদান করেন। শিশুটি ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
তিনি বলেন, আজ থেকে ঐ বাচ্চাটি সমস্ত লেখাপড়ার খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবেন। তাছাড়া যেকোন সমস্যায় তাকে  অবহিত করার জন্য বলেন তিনি। এ  সময় সেখানে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লার সহধর্মিণী নাসরিন খানম লিপি, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব পলাশ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক  ও তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


Top