আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


পাটকেলঘাটায় গণধর্ষন মামলার ৩ আসামী গ্রেফতার

সাতক্ষীরার তালা উপজেলায় গণধর্ষনের তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হল, তালা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের পুত্র মমতাজ সরদারর (৪৫), অপর দুজন হল একই এলাকার শহিদুল সরদারের পুত্র সবুজ সরদার (২২) ও মোঃ বিল্লাল সরদার (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল উপজেলার জগদানন্দকাটি গ্রামের আল্লাদ বেগম (৩৮) গণধর্ষনের শিকার হয়ে আসমীদের বিরুদ্ধে পাটকেলঘাটার থানায় একটি মামলা দ্বায়ের করেন। এরপর আসামীরা আত্মগোপনে থাকার কারনে শনিবার (২মে) গভীর রাত পর্যান্ত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি গণধর্ষনের মামলা (নং-৮) রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Top