আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


পাটকেলঘাটায় অতিরিক্ত মুল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

পাটকেলঘাটায় অতি মুনাফা লাভের আশায় অধিক মুল্যে নিত্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অতিরিক্ত মুল্যে চাউল ও পেয়াজ বিক্রির দায়ে ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা, সুশান্ত, আহাম্মাদ, বাবু প্রত্যেককে ৫ হাজার টাকা, ব্যবসায়ী অশোক কে ৩ হাজার টাকা করে ৬ জনকে মোট ৫৩ হাজার টাকা আদায় করে।

এসময় আদালত পরিচালনাকারী আজহার আলী বলেন, এখন থেকে নিত্যপণ্যের অধিক মুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে চড়া দামে কেউ কিছু বিক্রি করলে জেল এবং জরিমানা প্রদান করা হবে। পাশাপাশি আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


Top