আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


পাটকেলঘাটায় তুহিনের নেতৃত্বে গড়ে উঠেছে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক

পাটকেলঘাটা থানায় নোভেল করোনা ভাইরাসকালীন সময়ে ও মাহে রমজানের মাসে অবাধে চলছে মাদক কেনাবেচা। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা।

জানাযায়, পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে মাদকের গডফাদার তুহিন গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। তার নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকার রাজেন্দ্রপুর গ্রাম, কুমিরার কদমতলা, বাদামতলা, যুগিপুকুরিয়া বিলের ভিতর, এবং মালেকের বাড়ি, পেট্রোল পাম্পের পিছনে অবাধে বিক্রি হচ্ছে ফেনসিডিল ইয়াবা এবং গাঁজা বিক্রয়। পুলিশ প্রশাসন যখন করোনার ভেতরে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে মাদক বিক্রেতারা আবার সরগরম হয়ে উঠেছে। এলাকার উঠতি বয়সের নতুন নতুন যুবকদের টার্গেট করে মাদক বিক্রেতারা।

মাদকের গডফাদার তুহিন এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। মাদক বিক্রেতাদের হাত থেকে বাচার জন্য এলাকার সচেতন অভিভাবক মহল প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

তারা বারবার এ প্রতিবেদককে বলেন, এসব মাদক বিক্রেতাদের এখন থামাতে না পারলে এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। আমরা শঙ্কিত আছি আমাদের বাচ্চাকাচ্চা নিয়ে। এসব মাদক বিক্রেতারা এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। সকাল, বিকাল, সন্ধ্যায় বাইরে থেকে করোনা ভাইরাসকে উপেক্ষা করে লোকজন এসে ভিড় জমায় মাদক সেবনের জন্য। বিষয়টি দ্রুত প্রশাসন পদক্ষেপ না নিলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে বলে জানান অভিভাবক মহল।


Top