আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 

প্রসূতী মাকে ২১ ঘন্টা আটক


পাইকগাছায় শাপলা ক্লিনিকে গর্ভের প্রসূতী বাচ্চা হত্যার অভিযোগ


পাইকগাছায় শাপলা ক্লিনিকের বিরুদ্ধে গর্ভের প্রসূতী বাচ্চা হত্যা করে মাকে ২১ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ ক্লিনিক থেকে প্রসূতী মাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংখা জনক। শাপলা ক্লিনিক ইতোপূর্বে ২৫/৩০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। ক্লিনিকটি বার বার বন্ধ হলেও অদৃশ্য কারনে আবার চালু হয়। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগে জানাযায়, কয়রা উপজেলার বাগালী গ্রামের জনৈক খায়রুল সানার গর্ভবতী স্ত্রী অন্তসত্ত্বা হওয়ার সম্ভবনা দেখা দিলে সোমবার পাইকগাছা হাসপাতালে নেয়ার চেষ্টা করলে দালালরা শাপলা ক্লিনিকে বেলা ১২ টায় নিয়ে যায়। প্রসূতী মা কাতরাতে থাকলে সাড়ে ১২ টার দিকে আলট্রাসনোগ্রাফি করলে গর্ভের সন্তান সুস্থ্য আছে বলে জানায়। আপনারা দ্রুত রক্তের ব্যবস্থা করুন। বেলা ১ টার পর ক্লিনিকের মালিক কথিত ডাক্তার তাপস মিস্ত্রী বলেন, রোগীর গর্ভের সন্তান মারা গেছে। এখন অপারেশন করতে হবে। রোগীর স্বজনরা অপারেশন করতে না চাইলে তাপস ছলচাতুরীভাবে রোগীকে ক্লিনিকে আটকে রাখে। পরদিন মঙ্গলবার সকালে থানা পুলিশ সংবাদ পেলে রোগীকে ক্লিনিক থেকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। উল্লেখিত বর্ননা দিয়ে কাঁদতে কাঁদতে খায়রুল সানা বলেন, ক্লিনিকের মালিক কথিত ডাক্তার তাপস মিস্ত্রী আমার নিকট ১৮ হাজার টাকা চুক্তিতে প্রথম পর্যায়ে ৬ হাজার ৮ শ টাকা নিয়ে আমার স্ত্রী গর্ভের সন্তান হত্যা করে ক্ষ্যান্ত হয়নি। তিনি আমার স্ত্রীকেও হত্যা করবে বিধায় আটকে রাখে।তাপস বিষয়টি অস্বীকার করে রোগীকে বাচানোর আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম বলে জানায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ক্লিনিক থেকে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার জানান, পাইকগাছা থানার থেকে রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। রোগীর ঔষধ দিয়ে নরমলে ডেলিভারী করার চেষ্টা চলছে। তবে রোগীর অবস্থা আগের থেকে এখন একটু উন্নতি হয়েছে। এ বিষয় আমার কাছে কেউ অভিযোগ করেনি।


Top