আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


পাইকগাছায় মা’কে পিটিয়ে জখম : গুনধর ছেলে আটক

খুলনার পাইকগাছায়  বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করেছে গুনধর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

অভিযোগে জানা যায়,  রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামের ছহিলউদ্দীন গাজীর বড় ছেলে সাইফুল গাজী পরিবারের বিভিন্ন বিষয় ও জমি-জমির ভাগ-বাটোয়ারা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সাইফুলের মা মনোয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করলে আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাকে পিটিয়ে জখম করে। পরবর্তীতে ছেলে সাইফুল বহিরাগত বখাটে ধরনের কিছু লোকজন নিয়ে মাকে মেরে ফেলবে বলে হুমকি-ধামকি প্রদান করে।   এ সময় পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস,আই তাকবির হোসেন ঘটনাস্থল থেকে সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওসি এজাজ শফী জানিয়েছেন, আমার পুলিশের সামনে বখাটে ছেলেদের নিয়ে মহড়াকালে এস,আই তাকবির তাকে গ্রেপ্তার করে এবং ১৫১ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


Top