আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পাইকগাছার কর্মহীন দরিদ্র ৪০টি পরিবারের মধ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে চলমান “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এর কারনে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে বনবিবির পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় হিতামপুর বোয়ালিয়া মালোপাড়ায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করেন। পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিস রায় চৌধুরী মিন্টু, বোয়ালিয়া মালোপাড়া মন্দির কমিটির সাধারন সম্পাদক শংকর বিশ্বাস, বনবিবির সদস্য কবি মাধুরী রানী সাধু, রোজি ইসলাম, রফিকুল ইসলাম রিপন প্রমুখ। দুপুরে নতুন বাজার কার্যালয়ে খাদ্যসহায়তা প্রদান করে অবশিষ্ঠ পরিবারের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেওয়া হয়। খাদ্য সামাগ্রীর মধ্যে ছিল চাউল ৪কেজি, ডাউল আধা কেজি, আলু ১ কেজি, সাবান ১টি ও ১ প্যাকেট লবন।


Top